তুমি যত সুন্দর
তার চেয়ে সুন্দর তোমার মন
সেই মনে বসবাস করে
কোন সৌভাগ্য জন।


তোমার মন যত নরম
তার চেয়ে নরম হাতযুগল
সেই হাতে রাখলে হাত
হাজির যেন জান্নাত।


তোমার নয়ন যত সুন্দর
তার চেয়ে সুন্দর তোমার চাহনি
সেই চাহনিতে খুঁজে পাই
আমার জীবনের ঠাঁই।


তোমার ঠোঁট যত সুন্দর
তার চেয়ে সুন্দর ঠোঁটের কথন
সেই ঠোঁট ছুঁইলে মেলে
আস্কারার মধুমাখা হাসি।


সোমবার
০৬ মাঘ, ১৪২১  
১৯ জানুয়ারি, ২০১৫
২৭ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ