কালোরঙ এর-ও একটা রঙ থাকে;
তুমি কালো আমাকে করেছো আলো
তুমি কালো আমাকে বেসেছো ভালো
তূমি কথা বলো সেই জন্য আমি ধন্য।
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি জানি তোমার ভেতর কত ভালো!
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি জানি তোমার মন আকাশের চেয়েও স্বচ্ছ!
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি জানি তুমি কত আলোয় আলোকিত!
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি জানি তোমার কত রুপ! কত লাবণ্য!
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি পাগল যখন তুমি প্রাণ খুলে একবার হাসো!
তুমি কালো; তোমার বাহির কালো-
আমি নির্বাক যখন তুমি কেশ খুলে বারান্দায় বসো!
তুমি কালো; তোমার বাহির কালো-
তোমার মাঝেই সব সময় আমায় ডুবে রাখো।
তুমি কালো; সত্যি কি তুমি কালো?
না- তুমি কালো নও, কালো তোমার বর্ণ
তুমি ছাড়া আমি ছিন্নভিন্ন আমি অন্ধ।