ওহে মুসলমান; তুমি মুমিন নও
প্রতিবেশীর ব্যাপারে যদি তুমি উদাসিন হও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
রাস্তাঘাট যত্রতত্র যদি তুমি আবর্জনা ছড়াও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
পরের ঘরে যদি তুমি অযাচিত মেহমান হও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
অধিনস্তদের প্রতি যদি তুমি অবিবেচক হও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
নিজ দ্বায়িত্বে সু্যোগ বুজে যদি তুমি ফাঁকি দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
অন্যের বিপদ জেনেও যদি তুমি এগিয়ে না যাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
অন্যের দুঃখে যদি তুমি আন্তরিক ব্যথিত না হও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
শ্রমিকের পারিশ্রমিক যদি তুমি যথাযথ বুঝে না দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
অন্যের সুখে যদি তুমি কিঞ্চিত ঈর্ষান্বিত হও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
তলেতলে যদি তুমি ঝগড়া বিবাদ বাধিয়ে দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
রাষ্ট্রীয় সম্পদ উস্কানি দিয়ে যদি তুমি ধ্বংস করাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
বিনা অনুমতিতে রাষ্ট্রীয় জায়গায় যদি মসজিদ বানাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
ক্ষেতখামারে যদি তুমি ক্ষতিকারক বর্জ্য ফেলাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
তোমার থুতু যদি তুমি নির্দিষ্ট জায়গায় না ফেলাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
কারো যাত্রা পথে তুমি যদি অযথা বিঘ্ন ঘটাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
হুজুগে সুযোগে যদি তুমি দাম বাড়িয়ে দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
তোমার থাকা সত্বেও যদি তুমি অস্বিকার যাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
হেলায় খেলায় অপচয়কে যদি তুমি সায় দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
মিছামিছি কাউকে যদি তুমি মিথ্যে আশ্বাস দাও
ওহে মুসলমান; তুমি মুমিন নও
কারো প্রশংসা করতে যদি তুমি কৃপণ হও।