আমার ভোট আমি দেবো
দেশের ভালো আগে নেবো
ভালোর ভালো বেছে দেবো
মন্দের ভালো চিনে নেবো।


দেশ আমার মা -
নদী মায়ের শিরা উপশিরা
জমিন মায়ের দেহ,
গাছপালা পশুপাখি ভারসাম্য।


বাংলাদেশ আমার গর্ব
বাংলাদেশে আমার জন্ম,
বাংলাদেশে আমার মৃত,
পৃথিবীর বুকে আমি মাথা উঁচু করে দাড়াবো
সত্যের পথে দাড়িয়ে আমি সত্যকে জয় করবো,
কেনো আমরা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবো!
আমরা জাতিসংঘের মহাসচিব হবো
আমরা কংগ্রেস সিনেটের সদস্য বানাবো
আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার দৃষ্টান্ত হবো,
আমরা গ্রিনিচ বুকে নতুন করে নাম লেখাবো
আমরা বিশ্বে গণতন্তের মুখপাত্র হবো।


তবে কেনো একজনের ভোট অন্যজন দেবো?
তবে কেনো আমি ভোটকে বিতর্কিত করবো?
নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীন রাখবো।
আমার ভোট আমি দেবো
অন্যকেও সুযোগ বের করে দেবো।


ক্ষমতা নয় প্রাণপণে দেশকে ভালোবাসবো
বিগত সঠিক পরিকল্পনা অব্যাহত রাখবো।