যাচ্ছে দিন দিনের মতো
ঝিমিয়ে থাকা অলস যত
মেঘে ঢাকা আকাশ তেতো
উত্তর হাওয়া এলোমেলো
চাঁদের হাসি কৃষ্ণ কেষ্ট।


যাচ্ছে দিন দিনের মতো
নদীর স্রোত ঘোলা বর্জ্য
জোয়ার-ভাটা বালু উতপ্ত
ভুলের হিসেব অবিরত-
দিন বদল; কাকাতুয়ার মতো।

যাচ্ছে দিন দিনের মতো
শৈত্যপ্রবাহ কুয়াশাচ্ছন্ন অবরুদ্ধ
রৌদ্র কিরণ উঁকি ঝুঁকি
ঠাঁই পাচ্ছেনা আসল গতি
লুকিয়ে অধরা নীলাম্বরী।


যাচ্ছে দিন দিনের মতো
রাজার ইচ্ছে উজিরের মতো
প্রজা-সাধারণ নির্যাতিত
শাসন শোষণ অবধারিত
নিয়ম, সুবির নিস্পেসিত।