তোমার অনন্ত গভীর প্রেমে,
আমি পশ্চিমা দিয়েছি পাড়ি।
দেখলাম সক্রেটিসের দেয়ালে
একটা জীবনের পট —
আরবীয় নাজায়েজের,
একটি রাত্রির কথা মনে পড়লো —


রাজনীতির বাফার স্টেটের মতো লেগে থাকা,
একটা দাবদাহ জাহান্নাম।
আর তুমি লাল শাড়ি পড়ে,
রাত্রির সুধা কেড়ে নিচ্ছ।
তোমার শুকিয়ে যাওয়া ঠোঁটে,
একটা অপ্রত্যাশিত চুমু —
অহেতুক ভাবে তোমায়,
জীবনের স্বাদ বলে জড়িয়ে ধরা —
আর নির্বাক তুমি।


আমার বেহায়া কিছু আশ।
তোমার উষ্ণ শ্বাস আমার কাঁধের উপর।
আর সেই রাত্রের কিছু নির্লজ্জ তারা।
রাজনীতির কালো ঘোড়ার মতো,
আমি প্রেম চালিয়ে গেলাম।
স্বেদ ভরা দেহের কমনীয়তা —
সোহাগের নামে একটা স্বর্গলাভ —
আর কামনীয় তুমি।
ভেজা ঠোঁট কেটে ভালোবাসা লিখে দেওয়া।
তুমি চিত্রাঙ্গদা আমি অর্জুন।
আর সেই তাকের উপর রাখা,
ক্লান্ত সঙ্গমের উপাখ্যান —
অতঃপর উপসংহারে তোমাকে জড়িয়ে থাকা আমি।