রজনীর দীপ্ত শিহরণের মাঝেও,
একমাত্র বেঁচে থাকা সেই বামপাশের বাড়ির,
টোকা মারা একখানা কাফেলা।
নিঃসঙ্গতার বুক চিরে বেরিয়ে আসা,
এই সামাজিক বেশ্যালয় পরিত্যাগকারী
একমাত্র এই তেহরিকি মুমিন দর্পণ।


নিষ্কলুষ সফেদ কুহেলিকা ঘেরা–
এই দর্পণে চেপে ,
বদর হতে মুস্তালিকের কুরুক্ষেত্র পর্যন্ত,
আমাদের সহস্র পদচারণা।
অতীতের জুলেখা থেকে আরবীয় আড়ম্বরপূর্ন,
লালসার মাঝেও অক্ষত আমাদের চরিত্র।
আমাদের একমাত্র শাণিত অস্ত্র।


কাফেরের জীবনজ্বালায় এই দর্পন ছিল মরফিন।
আবু লাহাব হতে আজ এই সহস্র বছর পেরিয়ে,
মিশকালো সন্ধ্যায় একমাত্র জেগে থাকা,
আমাদের এই দর্পন।
এই দর্পন হতেই খন্দক পেরিয়ে দেখেছিলাম
পৃথিবীর বুকে এক সমুদ্র হাসি, এক আকাশ ভরা সুখ।