এই অবচেতনের একটা দিন,
তোমার জন্য তোলা থাক।
তুমি সাজবে,
আমি তোমার উদ্ভাসিত কেশমালা হতে খুলে দেবো,
একটি একটি করে ক্লিপ।


হাতের কনক-কংকনে ছড়িয়ে দেবো,
বেল ফুলের বিলাসিতা।
আমার পরান পিয়ারের গাঁথা মালাখানা,
আটকে দেবো তোমার গলায়।


সৌর্য সৌন্দর্য সেদিন উপেক্ষিত রবে।
আমার নয়নাভিরাম অনুরাগাশ্রিত দীপ্ত চোখদ্বয় হতে,
দেখবো শুধু তোমায়।
অভিসার শৃঙ্গারিত প্রেমক্ষণ থাকবে,
তোমা আমা মাঝে।


এক সমুদ্র কাছে আসা হবে সেইদিন।
বঙ্কিমবাবুর উপন্যাসেও নেই যা লিপিবদ্ধ।
যে প্রেম করেনি শরতের চন্দ্রমুখী।
ষোড়শীর ২৮টা বছর অতিক্রান্ত,
যে প্রেম না পেয়ে।
রবি ঠাকুরের বোবা সুভাও,
সে প্রেম চাক্ষুসে, বলতে চাইবে কথা।
যে প্রেমে বিনোদিনীর সুপ্ত অঙ্গারেও
জ্বলবে সেদিন আগুন।
এমনও দিন থাকবে তোমার জন্য।
সেই প্রেমদিনে তোমায় নেবো বরণ করে।