ইট পাথরে গড়া এক আবদ্ধ দেয়ালে
আটকা পড়ে আছি,সকাল থেকে রাত অবধি
কর্মব্যস্ততা ও আবদ্ধ জীবন থেকে
বেরিয়ে আসতে পারছি না,
যেন অতল গভীরে পড়ে তলিয়ে যাচ্ছি...
মনে পরে ফেলে আসা দিনগুলির কথা-
মুক্ত স্বাধীনতা,মাঠের পর মাঠ,সবুজ ঘাস
আর ঘাসের শীষে শিশির বিন্দু।
এসবই মনে আনে
সজীবতা
কবিতা লেখার নব-উদ্দিপনা
আর অনুপ্রেরণা।
কিন্তু আজ,
মনের খোরাক-
অপুষ্ফুটিত অনুশোচনার কালো দাগ,
ইট পাথরে গড়া এক ধ্বংসের স্তূপ।


https://www.poemhunter.com/poem/my-trapped-life/
(এই কবিতাটি বঙ্গানুবাদ করা হয়েছে আমার ইংরেজি কবিতা My Trapped Life থেকে।)