মাঝে মাঝে এটা মনে হয়-
একি করলাম?
নিজের পায়ে নিজেই
কুড়াল মারলাম।
পড়াশুনাকে শূণ্যে তুলে
কেন বা আমি-
জীবন সংগ্রামে পা বাড়ালাম?
সমাজে আমি ছিলাম-
একটু অন্য রকম।
অন্য রকম ভাবনা দ্বারা
সমাজকে গড়তে চেয়েছিলাম।
কিন্তু দারিদ্র মোরে
পুরনো ফ্রেমে বেঁধে দিল।
চাকরী করি, নিজের স্বাধীনতা নেই,
অল্প শিক্ষা, বহুদূর এগুতে পারিনি
আমার অদম্য উৎসাহ-
ক্ষণিকের মধ্যেই হারিয়ে গেল।
হারিয়ে গেলাম পরাধীনতার শহরে।
উচ্চ পদস্থ কর্মকর্তাদের কথায় চলতে হয়।
মনে হয় চাকরী বাদ দিয়ে-
স্বাধীনতাকে খোঁজতে যাই।
কিন্তু বহুদূর!
এগুতে পারবনা বলে
আর আমি অগ্রসর হয়নি।
চার দেয়ালে আমার আবদ্ধ জীবন
মুক্তির বাণী নিয়ে
সহসা আসল একজন,
বললো-“তোমার মুক্তি অনিবার্য।”
এটাই ছিল-
আমার আবদ্ধ জীবনে মুক্তির বাণী।