আলো নিবে, আলো!
হরেক রকমের আলো!
জ্ঞানের আলো!
শিক্ষার আলো!
প্রীতির আলো!
নীতির আলো!


এই যে ভাই, আলো বেপারি!
আলো কত টাকা কেজি দরে?
দাও আমায় তাড়াতাড়ি।


খেতে গেলেও যায় না খাওয়া,
জোর করেও যায় না পাওয়া,
যদি আলো পেতে চাও,
মনের জানালা খুলে দাও।
পায় না কেউ এসব আলো,
মনের তৃষ্ণা বিনা,
এসব আলো টাকা দিয়ে
যায় নাতো কেনা।


জোরে হাঁকিয়ে বলছি ফের
হরেক রকমের আলো ঢের,


আলো নিবে, আলো!
হরেক রকমের আলো!
জ্ঞানের আলো!
শিক্ষার আলো!
প্রীতির আলো!
নীতির আলো!


রচনাকাল: ২০/১২/২০২০ ইং