আমি ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ
আমি এসেছি নবাব সিরাজউদ্দৌলার
                   পরাজয়ের ছবি এঁকে।
আমি এসেছি বিশ্বাসঘাতকের
                 বিশ্বাসঘাতকতা থেকে।
বিশ্বাসঘাতকের কথা বলা হলে
               মির্জাফরের নামই আসে।
তাই তো বাংলায় স্বাধীনতার সূর্য
                          আর না হাসে।


এরপর আমি পেরিয়েছি শতাব্দী বছর-


আমি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
আমি দেখেছি জুলুমের বিরুদ্ধে আগ্রহ
আমি আরও দেখেছি কৃষক বিদ্রোহ
সংগ্রামে-সংগ্রামে করেছি বাংলায় অনুগ্রহ।


এরপরও আমি পেরিয়েছি প্রায় শতাব্দী বছর-

আমি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ
আমি ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদ,
কালাক্রমে আমি নিয়েছিলাম শোধ।


আমি ১৯৪০ সালের লাহোর প্রস্তাব
আমি এ.কে ফজলুল হকের বিজয় বিভব,
আমি ফজলুলের হকের প্রেমিক-অবস।


আমি ১৯৪৭ সালের ভারতবর্ষ
আমি ১৯৪৭ সালের পাকিস্তান,
আমি ১৯৪৭ সালের সমর নাবিক।


আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন
আমি বায়ান্নর রক্ত-ক্ষরণ,
আমি শহীদের রক্তে বাংলার বাহন।


আমি ১৯৫৪ সালের যুক্তফন্ট
আমি মাওলানা ভাসানীর সংগঠন,
আমি জাতির শ্রেষ্ঠ গঠন।


আমি ১৯৬৬ সালের ৬ দফা শেখ মুজিবের
আমি আকণ্ঠ সমর্থন মানুষের,
আমি পূর্ব বাংলার স্বায়াত্বশাসনের।


আমি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান
আমি ছাত্রনেতা আসাদের রক্তে হয়েছি তুফান,
আমি বাংলার নব-জাগরণের গান।


আমি ১৯৭০ সালের নির্বাচন
আমি আওয়ামী লীগের সংখ্যা গরিষ্ঠ আসন,
আমি ১৬৯ টি আসনে পেয়েছি ১৬৭ টি আসন।


আমি ১৯৭১ সালের  শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ
আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রামী মন,
আমি বাংলা ও বাংলাদেশ,তখন থেকে আমি হয়েছি স্বাধীন।