ভাতের ফেন মুখে লয়ে জমিচাষের জন্য ছুটি
ধানের ক্ষেতে কাদার সাথে খাই যে লুটিপুটি।
লাঙ্গলের ফলা মাটিতে গেড়ে জোয়ালে ধরি টান,
মুগুর পর মুগুর মেরে মাটির ঢেলা ভাঙি সমান।
আইল দিয়ে পানি ঢুকে যখন হয় যে একাকার
মাটি-পানির মিলন হলেই মই দিই বারবার।
ধান রোপী, পাট রোপী, কত রকমের ফসল!
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সহসা হই যে বিফল।
তবুও আশার তরে ফের জমিচাষের জন্য ছুটি
শস্য-শ্যামলা ফসল দেখে হই খুশীতে খুঁনসুটি।
ফসল ফলাই, ফসল কাটি, যখন করি মাড়াই,
আহ্লাদের হর্ষধ্বনি তখন মনে এসে দাঁড়ায়।
ঝেড়ে ফেলি মনের আফসোস, যত হতাশা!
আমি চাষী বলেই সকলকেই দিচ্ছি ভালবাসা।


রচনাকাল: ২৪/০৬/২০১৮ ইং