আমি     জয়ের নেশায় উন্মাদ-
আমি     উন্মাদ,
আমি     সত্য-অমর,
আমি     মেঘের ক্ষিপ্ত গর্জন,
আমি     মাতাল ঝড়।


প্রবল বেগের জলোচ্ছ্বাস আমি,
আমি     সাইক্লোনের ঝংকার-
উত্তপ্ত আলোড়নের মাতন্ড আমি,
আমি      অগ্নির ছারখার।
বিভিষিকার যম দূত আমি,
আমি      আল্লাহর দাস,
আকাশ ভেদের যন্ত্র আমি,
আমি      অসত্যের বিনাশ।


আমি      দুনিয়ার বুকে দূর্বার,
আমি      দুঃসাহসিক,
আমি      নব-নিশান,
আমি      বজ্রপাতের চমকানো বিদ্যুৎ,
আমি      প্রলয় বিষাণ।


পাহাড় কাটার ডিনামাইট আমি,
আমি     মিথ্যার লন্ডভন্ড-
কঠিন তলের কঠিন আমি,
আমি    কঠিন লৌহদন্ড।
পরাজয়ের হার মানি না আমি,
আমি     ক্ষুদ্ধ মরণবীণ,
মিথ্যার দুনিয়াতে নাই আমি,
আমি      বিশ্বস্ত খাদিম।


আমি      অনাবিল সৌন্দর্য্যের প্রতীক,
আমি      অমায়িক,
আমি      নৈসর্গিক-রূপ,
আমি      ধ্বংসের বিনাশে ছত্রপতি,
আমি      মিথ্যার ধ্বংসস্তুপ।


আগ্নিয়গিরির উত্তপ্ত লাভা আমি,
আমি     বিক্ষিপ্ত স্ফুলিঙ্গ-
জীবকূলের মধ্যে শ্রেষ্ঠ আমি,
আমি      অনিয়মের ভঙ্গ।
ভুমিকম্পের সব ধ্বংসাবশেষ আমি,
আমি      তান্ডব নীলা,
ঘূর্ণিঝড়ের প্রবল বেগ আমি,
আমি      অগ্নির ভিলা।


আমি      কামানের উত্তপ্ত বুলেট,
আমি      বিস্ফোরণ,
আমি      জলন্ত-দহন,
আমি      উর্ধ্ব গগণের মধ্যাকর্ষণ,
আমি      প্রখর তপন।


জ্ঞান দরিয়ার জ্ঞানপিপাসু আমি,
আমি      সত্যের অনুসন্ধান-
অদ্বিতীয় আল্লাহর সৃষ্টি আমি,
আমি      উত্তাল বাণ।
নজরুলের বিদ্রোহী কবিতা আমি,
আমি      সাম্যের গান,
সাত সাগরের মাঝি আমি,
আমি       তিমিরের অবসান।


আমি      সৌর জগতের সূর্য,
আমি      উত্তপ্ত,
আমি      প্রজ্জলিত-দিন,
আমি      অবাক বিশ্বের বিস্ময়,
আমি      নবজাগরণের সমীচীন।


গ্রহের দ্রুত নভোযান আমি,
আমি      কোটির আলোকবর্ষী-
সবকিছু চুরমার করি আমি,
আমি      সত্য অবিনাশী।
আল্লাহর সৃষ্টি মানব আমি,
আমি      সত্যের সংবাদ,
অবাক বিশ্বের অভ্যুদয় আমি,
আমি      আশরাফুল মাখলুকাত।


(এ কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করলাম)