ছোট্ট একটি সংসার!
ভালবাসা কতই না মধুর!
দায়িত্বটাও নেহাত কম নয়,
রয়ে থাকে তা গুরুভার,
তবুও কেন অনিকেত অভিসার?


ছন্দ-পতন সংসার!
অজানা কতই না বেদনা!
বহন করতে কষ্ট হয়,
অসহ্য যন্ত্রণার পারাবার,
তাই তো অনিকেত অভিসার।


ছোট্ট একটি সংসার!
প্রতিটি ক্ষণে আনন্দের উচ্ছ্বাস!
তা অন্তপুরে রয়ে যায়,
এ যেন সুখের পারাপার,
তবুও কেন অনিকেত অভিসার?


বিষম উত্তাপের সংসার!
সন্দেহ কতই না অতিমাত্রা!
দুজনের বিশ্বাসের পরাজয়,
ভেঙে যায় সুখের সংসার,
তাই তো অনিকেত অভিসার।


রচনাকাল; ১০/১২/২০১৮ ইং