অনন্তকাল আর জানার তীব্র অভিপ্রায়
জানা হয়েও যেন অজানা থেকে যায়।
উদ্ভাবিত সব আবিষ্কারের নেশায়,
অজানা সবকিছু উন্মোচিত হয়ে যায়।
এমনও কিছু আছে যা অজানাই থেকে যায়,
অজানা থাকে মনের কোণায় কোণায়।


অনন্তকাল আর জানার তীব্র অভিপ্রায়
পরীক্ষিত হয় অণু-পরমানুর দশায়,
পরীক্ষিত হয়েও ফলাফলে না পৌঁছায়,
কখনো বিজ্ঞান পরে যায় বিরাট দ্বিধায়,
এমনও কিছু আছে যা বিজ্ঞানও না পায়,
এমনও কিছু আছে যা অজানাই থেকে যায়,
অজানা থাকে মনের কোণায় কোণায়।


অনন্তকাল আর জানার তীব্র অভিপ্রায়
দুঃসাহসিক ভ্রমণ আর দৃঢ় প্রচেষ্টায়,
জ্যোতির্বিদ্যার মহাকাশ অবতারণায়-
কখনো যেন তা অজানাই থেকে যায়।
অনন্তকাল ধরে যখন বদলের ধারায়
নিয়ন্ত্রিত-শৃঙ্খল ধারা তখন না বদলায়।
এমনও কিছু আছে যা অজানাই থেকে যায়,
অজানা থাকে মনের কোণায় কোণায়।


রচনাকাল: ১৭/১১/২০১৮ ইং