(১)
নিজের সিদ্ধান্তের ওপর
থাকো অটুট,
পারলে করে দেখাও,
না পারলে বলো-
তুমি আবার চেষ্টা করবে
আছে যতটুক।


(২)
হও আদর্শ শিক্ষক
হও পথপ্রদর্শক,
শিষ্য না বুঝলে পাঠ,
বুঝাও প্রেক্ষাপট,
শিক্ষাব্যবস্থা করো পরিবর্তন
যা হবে সহজ অথচ উন্নত ধরণ।


(৩)
অনন্তকাল চলার ধারায়
আমাদের মুখের ভাষা।
ভাষা নিজেও জানে না
সে কতটা অগ্রসরে পথ!
সে জানবে কি করে?
সে বিলিয়ে দিয়েছে সত্য!
অথচ খেয়ালেই রাখেনি সে।