(১)
তরুণ মানে-
ত- তরতরে তাঁজা প্রাণ দিচ্ছে রাজপথে,
রু- রুখতে পারবে না তাঁকে কোন বিপদে,
ণ- নতুনকে জয়,বাণীতে জ্বালাময়,
    হবে ধ্বংসের ক্ষয়,অসীম উল্লাসে।


(২)
মূর্খ্য ও নিরক্ষর ব্যক্তি এক নয়।
নিরক্ষর জ্ঞানী হতে পারে।
মূর্খ্য শিক্ষিত হলেও জ্ঞানী নয়।


(৩)
বিশ্বাসের আরেক নাম ভালবাসা হায়!
আর ভালবাসা আছে বলেই-
বিশ্বাসঘাতকও বিশ্বাসের পাত্র হয়ে যায়।


(৪)
আমি পারব বলেই
বাজী ধরি,
আমি পারব বলেই
পাগলামী করি।
পাগলামী করি বলেই,
বলি-ইউরেকা-ইউরেকা।