অনুভূতিশূণ্য আর আবেগহীন মন নিয়ে
স্বার্থপুরে ছুটে চলা,
অসীম চাওয়া আর না পাওয়ার মাঝে
হতাশার কথা বলা।
কর্মহীন জীবন আর ছন্দহীন লয়ে
বেসুর বাজে মনে,
ব্যর্থতার জীবন আর মৃত্যুময় ফাঁদে
হতাশার প্রহর গুনে।
বিরতিহীন আর কর্মব্যস্ততার মাঝে
দেহটা ঝিমিয়ে আসে,
কর্মবিমুখতা আর বিরক্ততার সাথে
ক্রোধের জালে ফাঁসে।    
অনুভূতিশূণ্য আর একঘেমিতার সাথে
জীবনটা ক্ষীণ হয়ে যায়,
কর্মমুখী আর কর্মবিমুখীদের যুদ্ধে
কেউ বা কর্মক্ষেত্রটা হারায়।
                                           - সংক্ষিপ্ত।      


রচনাকাল: ১৫/০৩/২০১৮ইং