আবারও আমি চিঠি লেখে চলছি-
অপরাজিতার কাছে,
চিঠিতে ভাবের আদান-প্রদানে
ভালবাসা হয় কল্পনার ভাঁজে।


অপরাজিতার বাবা যদি জানে
ভালবাসার পথে বাধা হবে সে,
                প্রচন্ড অভিমানে।


আমার বাবা যদি জানে
যুদ্ধ বেঁধে যাবে তার,
                  মনের কোণে।


মা যদি জানে আমায় ঘিরে
                 হেসে বলবে,
‍               মেয়েটি কে রে?


বোন যদি জানে
                  বলবে ডেকে,
     মেয়েটি সুন্দর নাকি রে?


ছোট ভাই যদি দেখে
             আমাদের বলবে,
চালিয়ে যাও প্রেম
           ভালবাসার ভুবনে।


এবার উত্তর এলো-
অপরাজিতা থাকবে সারাজীবন
            আমার মনের কোণে,
শুধুই আমার ভালবাসার ভুবনে।