অপরাজিতা
তুমি নীলাকাশের তারা,
তোমার জন্য,
সৃষ্টি হয়েছে প্রেমের ধারা।


অপরাজিতা
তোমার জন্য,
আমার জন্ম এ ভুবনে
তোমাকে আমি,
ভাবি শয়নে-স্বপনে।


অপরাজিতা
আমার হৃদয়ে তুমি আছো
অনুভবের মহুয়ায়,
শুধু যেন,
তোমার রূপের ছোঁয়ায়।


অপরাজিতা
তুমি যেন,
মোর ভালবাসার ঘর
তোমাকে আমি,
ভালবাসব সারা জীবনভর।


অপরাজিতা
তুমি থাকো আমারই পাশে
তোমাকে অামি,
রাখব যতন করে
অামার বুকেরই মাঝে।


অপরাজিতা
তুমি যদি,
না থাকো পাশে
তোমার জন্য,
অামার হৃদয় শূণ্যে ভাসে।


অপরাজিতা
যদি তুমি,
থাকো কাছে,
মনে হয়, হাজার বছরের সুখ
আছে আমার মনেরই মাঝে।


অপরাজিতা
মনে হয়,
এটুকুই কিছু নয়,
আমার ভালবাসা যেন
আজীবন স্থায়ী হয়।


অপরাজিতা
তুমি মোর আশার অালো
তুমি পূন্যের মতো ভালো,
তোমাকে পেলে মুছে যাবে
অাঁধার-কালো।


অপরাজিতা
তুমি মোর প্রাণ পাখি
তোমাকে দেখে,
জুরাই মনের আঁখি
তুমি মোর পথহারা পাখি।


অপরাজিতা
এ জনমে যদি
না পাই তোমায়,
পরজনমে পাব,
পরজনমে তোমাকে,
চোখের পলকে আমি
বরণ করে নেব।