এক খন্ড রক্তপিন্ড-
সাধ্য কি আছে ইহার ?
নিজ সত্তায় নিজে চলার।
আত্মা তাকেই আশ্রয় করে
প্রাণবন্ত করে,তবুও হায়!
মর্মবেদনায় বুঝে না সে
তার অস্তিত্বকে ঘিরে থাকা
এক অশেষ নিয়ামত।
আত্মা প্রেরণকারী যে-
মহান তিনিই, স্মরণ করি না তাঁকে
যার তরে জগত-সংসারে দিবা-নিশি,
প্রত্যেহ খেলা করে,সুশৃঙ্খল পালাক্রমে।      
শূন্য থেকে আত্মা আসে রক্তপিন্ডে,
তারই পরশে রক্তপিন্ডখানি-
সৃজিয়াছে সৃষ্টির সেরা মানসরূপে।


রচনাকাল: ১২/০৭/২০১৫