কখনো কখনো শৈশবের স্মৃতি মনে পড়ে যায়-
কখনো হাসিতে,
আবার কান্নায় ভেঙ্গে পড়ি।
শৈশবে অনেক আশা জেগেছিল মনে-
একটিও পূরণ হয়নি-
তবুও বেঁচে আছি আশায় আশায়।


ছাত্র হিসেবে দুর্বল ছিলাম না আদৌ
বার কয়েক ফলাফলটাও হয়েছিল বেশ।
শুধু হয়নিক পড়াশুনা শেষ
দারিদ্রের অভিশাপে।


খুব অল্প বয়সে চাকরি করতে হয়েছে আমাকে
শুধুমাত্র নিজের প্রয়োজনে, বেঁচে থাকার তাগিদে
চাকরীর পাশাপাশি পড়াশুনা করার অবিলাষও জিইয়েই রেখেছিলাম।


কিন্তু না,
কিছুই করতে পারছি না-
দারিদ্র আমাকে আকঁড়ে ধরছে।
সংসারের খরচ বহন করার ক্ষমতা নেই যার,
তার পক্ষে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব কিভাবে?


মনোবল ভেঙে যায় নি তবুও।
চেষ্টা করে যাচ্ছি অধ্যবসায়ের গুণে
কথায় আছে না, ‍‌‍‌‍'পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি'।


চেষ্টার কোন ত্রুটি না রেখেই নিরলস কাজ করে চলছি
প্রতিদিন সৌভাগ্যের সাক্ষাৎ ছাড়াই-
অভিযোগ নেই কোন।
শুধু, শৈশবের স্মৃতি মাঝে মাঝে আমাকে বড্ড কাঁদায়।
আমি কাঁদি- এটাই স্বাভাবিক।