শিশুর খেলার পণ্য নিতে গেলে
শুরুতেই করে কান্না,
বুঝবার স্বার্থ আছে কি এর?
তবুও চায় সে হিরা-পান্না।


কিছু দিতে গেলে কেউ করে না বারণ
নিতে গেলে হায়!না দেওয়ার অজস্র কারণ।
পাগলও বুঝে নিজ-স্বার্থ,কে বুঝে না আর?
এটাই তো বাস্তব!বিশ্ব ঘুরছে বারবার।


সুসময়ে অনেক বন্ধু ফাঁদ পেতে আছে
এমন সময় আসবে তখন কেউ থাকবে না কাছে।
জীবন হলো যুদ্ধক্ষেত্র,কেউ বা মিরজাফর
সংগ্রাম করেও পরাজিত জীবন বরাবর।


ফুটপাতে যার জীবন ইট যেন তার বালিশ
রনবীরের টুকাই করে জুতা পালিশ।
এরাই হতে পারতো দেশের প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি
হতে পারতো সচিব, চালাতে পারতো প্রগতি।


কল্পনায় যে উচ্চাবিলাশী বাস্তবে তার করুণ পরিনতি
বাস্তবে চলতে গিয়ে থেমে গেছে তার চলার গতি।
কি যে খেলা খেলছে বিধি? কেউ বুঝে নারে
এটাই তো বাস্তব!এই দুনিয়ার জীবন পারাবারে।