আবেগের বশে যা কিছু হয়-
বাস্তবতা তাকে দুমড়ে-মুচড়ে দেয়,
আবেগের কান্নায় বাস্তবতার অট্টহাসি,
বুঝাতে চায় সে কান্নার সময় নাই।
পৃথিবী ঘুরছে নিজ গতিতে,বাস্তবতাও তাই!
তোমরা এত পিছিয়ে কেন? জেগে ওঠো ভাই!!
বাস্তবতা কুরে কুরে খাচ্ছে তোমায়-
তুমিও দেখছি আছো আবেগের মোহনায়।
“আবেগকে ছুঁড়ে ফেলে দাও,
বাস্তবতাকে আঁকড়ে ধরো,
এমন কথাও নাই বা বলি ভাই।”
বাস্তবতাও যখন মার খেয়ে যায়
আবেগই তাকে বাঁচিয়ে রাখে,
বাস্তবতার প্রত্যাবর্তনের নব-উদ্দিপনায়।