ভোরের সূর্য-রক্তাক্ত ও লাল,
কৃষ্ণচূড়ার লাল ফুলে আচ্ছাদিত ডাল,
সংযুক্তহীন লাল পাপড়ি, লালের বাহার
পেয়েছি মাতৃভাষা বিনিময়ে রক্তের পাহাড়।
বিক্ষিপ্ত জনতার ঢল, রক্তাক্ত রাজপথ
রাষ্ট্রভাষা বাংলা নিয়ে ভিন্ন মতামত
"উর্দু হবে রাষ্ট্রভাষা"
মানে নি ছাত্র-শ্রমিক-চাষা,
বাংলাই হবে রাষ্ট্রভাষা-করল এই পণ
ভাষার তরে জীবন গেল, হলো ভাষা আন্দোলন।