আয় দেখে যা তোরা বিচিত্র বাংলার রূপ
মাঠের সবুজ ঘাসে চাইলে পরে-
                            জুড়িয়ে যায় বুক।
আহা! কি সুন্দর বিচিত্র বাংলার রূপ
বাংলার মাটি শীতলপাটি,
           শুয়ে থাকলে আসে কল্পনাতীত
                        আবার নামে প্রশান্তি।
আহা! কি সুন্দর বিচিত্র বাংলার রূপ
নীলাকাশের নিচে রাখাল বাঁজায় বাঁশি
                বাঁশির সুর শুনে আমার
                              জুরায় দুই আঁখি।
উত্তরে আছে পাহাড়, দক্ষিনে সাগর
                        সাগরে-পাহাড়ে ঘেরা
                          বিচিত্র বাংলার রূপ।
আয় দেখে যা তোরা বিচিত্র বাংলার রূপ
বাতাসে দোলে ধানের শীষ,
ফুলের সুগন্ধে ভরে যায় চারদিক,
             সোনার রবি উদয় হয়
             সোনার রবি অস্ত যায়,
জ্যোৎন্সা আলো দেয় রাত্রিতে
                  বিচিত্র বাংলার বুকে।
                     দেখতে খুবই ভাল লাগে,
ভাল লাগে তারা ভরা রাতে,
                        দূরের ঐ আকাশটাকে
মিটিমিটি তারার ফাঁকে বিচিত্র বাংলার রূপে।
আয় দেখে যা তোরা বিচিত্র বাংলার রূপ
মাঠের সবুজ ঘাসে চাইলে পরে-
                               জুড়িয়ে যায় বুক।


রচনাকাল: ১৫/০২/০৭