শক্ত করে ধর্ রে হাল,
কে বলেছে-
পরাধীন থাকব চিরকাল?
হুংকার দিয়েছিলাম একদিন-
কেঁপে উঠেছিল পুরো ভারতবর্ষ,
পালিয়েছিল ব্রিটিশ সরকার।
অথচ সেই বাঙালির আজি কেন-
করুণ সমাচার?
শক্ত করে ধর্ রে হাল,
উপড়ে ফেল্ রে বিশৃঙ্খল,
মরে মরে জাগিস কেন?
জাগ্রত হয়ে মরতে শিখ্ -
রুখে দাঁড়া যেসবে বেজাল।


শক্ত করে ধর্ রে হাল,
কে বলেছে-
পরাধীন থাকব চিরকাল?
লাহোরের ভাষণ, আর ফজলুল
অতঃপর পাকিস্তানকে জানিয়েছিল-
কিভাবে আদায় করে নিতে হয়-
নিজের শ্রেষ্ঠ আসন?
শক্ত করে ধর্ রে হাল,
যদিও থাকে ছেঁড়া পাল,
বিদ্রোহী শিখা জ্বালা,
ভেঙে  ফেল্ রে মনের তালা,
বিচরণ করিস সকল অঞ্চল।


                           - চলবে