কালের স্রোতে ভাসাই
সকল বন্ধুত্ব,
হেরে গেছে সবাই,
ক্ষণিকেও হারাই।
কারও কর্মজীবন,
কারও ছাত্রজীবন,
কেউ কর্মজীবনেই ছাত্র,
কেউ ছাত্রজীবনেই কর্মী,
কেউ অন্ন আহরণে,
কেউ বইয়ের পেছনে,
কেউ টাকার নেশার টানে।
আর আমি?
আমি তো ভিন্ন।
শৈশব থেকে যৌবন,
যৌবন থেকে বৃদ্ধে করি-
বন্ধুত্বের অন্বেষণ।