কবিতা সংগ্রহ-সাময়িক পত্রিকা-২০০৪ খ্রিস্টাব্দ

কবিতা সংগ্রহ-সাময়িক পত্রিকা-২০০৪ খ্রিস্টাব্দ
প্রকাশনা যৌথ সংকলন
প্রকাশনী ২৩ নং মেলান্দহ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সম্পাদক আলতাফুর রহমান, হেড মাস্টার
প্রচ্ছদ শিল্পী লিটন
স্বত্ব ২৩ নং মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রথম প্রকাশ মার্চ ২০০৪

সংক্ষিপ্ত বর্ণনা

কবিতা সংগ্রহ-সাময়িক পত্রিকাটি ২০০৪ সালে ২৩ নং মেলান্দহ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর স্বরচিত কবিতা প্রকাশিত হয় এ পত্রিকায়। এটি একটি যৌথ সংকলন।

সহযোগীতায়:
১. বি. এম. শামস্ রাব্বী নাহিদ।
২. মুহাম্মদ আনিছুর রহমান।
৩. মোঃ জাহিদুল ইসলাম।
৪. আশরাফুল আলম টিপু।
৫. তৌহিদ হাসান।
৬. কবির।
৭. কনক।
৮. রাজিয়া।
৯. মুনিরা।
১০.জান্নাত
আরো শিক্ষার্থীবৃন্দ।

ভূমিকা

“পানতা খেয়ে প্রাণটা চালায়
আনিছ আলী মিয়া।
সেদিনই তো সে; হলো অবাক!
বৈশাখের মেলাতে গিয়া।
পানতা হলো বাঙালীর ঐতিহ্য
নববর্ষের দিনে।
নববর্ষে হয় কি আসলে মজা?
শুধু ইলিশ বিনে।”
-সংক্ষিপ্ত


কবিতা সংগ্রহ-সাময়িক পত্রিকায় এই কবিতার এতটুকু সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়েছিল।

উৎসর্গ

কবিতাপ্রেমী শিক্ষার্থীদের তরে উৎসর্গ করলাম।

কবিতা

এখানে কবিতা সংগ্রহ-সাময়িক পত্রিকা-২০০৪ খ্রিস্টাব্দ বইয়ের ১টি কবিতা পাবেন।

শিরোনাম
মন্তব্য