"বসন্তের আগমন এসেছে দ্বারে
মনে কি রাখো নাই তারে?
ভুলে কি গেছো তারে?
হিম-শীতলের তীব্র প্রহারে।


পুষ্পপুঞ্জ সেজেছে শাখে-শাখে
মধুকর মধু আহরণের মৌচাকে,
কিশলয় সবুজে বসন্তের গান
তবুও তুমি আনমনা কেন?
জাগাচ্ছ না কেন কাব্যের প্রাণ?"


"কে বলেছে রাখিনি সন্ধান?
বসন্তের সজীবতায় এ প্রাণ।
প্রকৃতির স্পর্শে উঠেছি জেগে
লেখেছি কাব্য মনের বেগে।
বসন্তের আগমনে ঝড়ায়ে দুখ
কাব্যে লিখে চলছি মোর সুখ।"


রচনাকাল: পহেলা ফাল্গুন,বসন্তকাল-১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার।
১৩/০২/২০১৮ ইং