এসেছে বসন্ত,
পুষ্পে ছেয়ে গেছে তরু,
হয়েছে অশান্ত।
ফুটেছে নতুন কুঁড়ি,
পুষ্পরা রঙিনে সজ্জিত,
সবুজ প্রজাপতিতে-
চিত্রশিল্প হয়েছে অঙ্কিত।
তরতাঁজা সবুজ পাতায়
মনটা উদ্বোলিত,
প্রকৃতি ওঠেছে জেগে,
হয়েছে আবর্তিত।
সবুজের প্রাণবন্ত ছোঁয়ায়
প্রকৃতি দিচ্ছে সাড়া,
আমন্ত্রিত হয়েছে বসন্ত
পুষ্প-কুঁড়ির ধারা।
পুষ্পে-পুষ্পে মৌমাছি,
মধু আহরণের লাগি,
দেখেছি প্রকৃতির হাসি।
দখিনা মলয়ে দোলে
পুষ্প রাশি-রাশি,
প্রকৃতির হাসি দেখে-
হৃদয়ে বাজাই বাঁশি।


https://www.poemhunter.com/poem/newly-inspiration-of-spring/


রচনাকাল: ১৮/০১/২০১৬ ইং