আমি ভাবছি আর ভাবছি কবি হব কিভাবে?
কয়েকটা কবিতা দিয়েছি সংবাদপত্রের ভেতরে।
নাহি হই কবি আমার লক্ষ্য যাবে ভাঙ্গি
তাই আমি শুধুই কবিতা লিখি আর লিখি
দিন যায় আশা করি কবি হবই আমি।
দিলেম আমার নাম কবির খাতায়
                                এ প্রতিযোগীতায়।
এবার ফেল করে আমার রাগ বেড়ে গেল ভাই।
আবার আমি পরীক্ষা দিলেম কবির পরীক্ষা
এবার আমার নাম্বার একেবারে ফাঁকা।
তাই দেখে আমার বাবা ধরলেন কান দুইটি
বললেন," চেষ্টাই মূলধন, চেষ্টায় পারবি করতে সৃষ্টি।"
তাই আমি চেষ্টা করে দিলেম পরীক্ষা,
পাশ করে হলাম কবি একটা,
চেষ্টাই তো বলেছিল আমায় কবিতার ব্যাখ্যা।
অবশেষে আমি পেলুম একজন কবির আখ্যা।


রচনাকাল:১৫/০১/০৮