ছুটি এসে চলে যায় জগত সংসারে
ক্ষণিকের না জীবনের!
কেউ কি জানতে পারে?
ছুটি এসে হাসিয়ে যায় বটে
হাসিয়ে আবার কেন কাঁদায়?
জগত সংসারে কেউ না জানতে পায়।
ছুটির কারণে ক্ষণিকের ব্যথায়
সবাই গোমরে পড়ে
জীবনের ছুটি জেনেও
কেউ না স্মরণ করে।
অহর্নিশিতে ভেবে ছুটির প্রত্যাশা
ভেবে অনেকে চায় না ছুটির সর্বনাশা
জীবনের ছুটি নিয়ে যায় স্বর্গপুরে
ছুটি এসে চলে যায় জগত সংসারে।
ছুটির তালিকা রয়েছে স্বর্গ সম্ভারে
কেউ না জানে, ছুটি তাকে নিয়ে যাবে কোন সুদূরে?
ছুটির আহ্ববানে লুটিয়ে পড়ি
ছুটি যেন অমৃত যেমন স্বর্গের ইন্দ্রপুরী,
ছুটির সওয়ারে চলে যায় যেন মোর জান
অামি বাঁচব না আর হব নিষ্প্রাণ।



(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের অনুকরণে রচিত)