মনে হয়,
আজিকে আমি বদলে যাব।
সবকিছু নিজের করে গড়ে নিব।


ভেবে ভেবে হই যে সারা,
সবকিছু এখন দিশাহারা,
কি বদলাব?
নিজেরই অস্তিত্বই গেছে মারা।


বদলাতে চাইলেই কি বদলানো যায় সব?
পারি নি বদলাতে, শুধু বদল হয় মোর অনুভব।
সংসারে বরাবরই আমি বড় ছেলে থেকে যাই
সবার তরে দায়িত্ব নিয়ে সাবধানে হেটে যাই।
আমি বদলে যেতে চাই-
ভালবাসা এমনভাবে ঘিরে থাকে-
বদলে যেতে পারি নাই।


শুধু দায়িত্ব,
আর ভালবাসা আমাকে এমনভাবে ঘিরে ধরেছে-
বদলে যাওয়ার আর কোন উপায় নাই।


রচনাকাল: ২৪/১১/২০১৮ ইং