দেহ খাঁচায় মনের বাস,
মনের হলো সর্বনাশ,
মনরে শুধাই, তুই কোথা হারাস?
মনে করি ভবের চাষ।


মনে মনে স্মরি তাঁরে
ভবের মাজারে,
পাই নাই সাক্ষাত আমি,
দেখি সব! একি আজব!
সবই আছে নিরাকারে।


মনের খুঁতে দেহ কাঁদে
হয় না আমার দেহপাশ,
অবশেষে দেখি আমি
মনের যে সর্বনাশ।


দেহ খাঁচায় মনের বাস,
মনের হলো সর্বনাশ,
মনরে শুধাই, তুই কোথা হারাস?
মনে করি ভবের চাষ।