দিনান্তের গোধুলীতে গগণে রক্তিম আভা
লোহিত রাগে ক্ষিপ্ত তবুও স্নিগ্ধতায় আভরিত স্বদেশ,
নিঃসঙ্গ বিষন্নতায় বংশীর সুরে মাতাল আকণ্ঠ স্বাদ-
রাখাল যে আপন মনে যে সুর তুলেছিল হৃদয়পটে।
নিবাসে প্রত্যাবর্তনে রাহীর প্রতিটি দীর্ঘনিঃশ্বাস
মিশে আছে যেন রক্তিমতার রক্তপানে।
বিমূর্ত দৃশ্যের আলিঙ্গনে চারুকলাতে-
যে ছাপের লোহিত চিত্রপট,বিশেষ কোন ক্ষণে-
স্থান পেয়েছে চিত্রশিল্পীর ক্যানভাসে।
উন্মুক্ত জানালার ধারে দাঁড়িয়ে মোর ভাবনা
কিছুক্ষণ স্তব্ধ ছিল,গোধুলীর লোহিত রাগে
বিমুগ্ধ শান্তি স্বদেশ তলে আরোহিত হয়-
যেন স্বর্গীয় আভা ধরণীর বুকে মিশেছে দিনান্তে
রক্তিম আভা মিশেছে গোধুলীতে,শান্তির অভয় বাণী নিয়ে।