এই শীতে মাকে পড়ে মনে
মনের সকল দুঃখ কেঁদে যায় গোপেন,
ঢাকার বড় এক অট্টালিকায় আমার বসবাস
এই শীতে গাঁয়ে মায়ের সর্বনাশ।
পিপাসিত অট্টালিকা শুষে নেয় কুয়াশা
শীতের কনকনে ঠান্ডা লাগে না গায়ে,
তবুও ব্লেজার-কোট গায়ে যাই গন্তব‌্যস্থানে।
এই শীতে ফুটপাতে দুঃখিনী মায়ের কান্না-
একটি ছিন্ন বস্ত্রের জন্যে।
তাইতো এই শীতে মাকে পড়ে মনে।
কেমন করে কাটাচ্ছে দিন?
ভেবে পাইনা যেন,
মনের সকল দুঃখ কেঁদে যায় গোপেন।