ফাল্গুন সুরে সুরে বলে
এসো তুমি মোর দলে,
ভালবাসায় মুছে দাও মনের হতাশা,
ফাল্গুনে জাগাও মনের তীব্র আশা॥


ফাল্গুন সুরে সুরে বলে
এসো তুমি মোর দলে,
হারিয়ে যাও প্রকৃতির সজীব ইশারায়,
পূর্ণ করো প্রকৃতি তোমার ভালবাসায়॥


ফাল্গুন সুরে সুরে বলে
এসো তুমি মোর দলে,
পুষ্পে-পুষ্পে সাজাও তোমার উঠান,
গড়ে তোল মনেতে প্রীতির সোপান॥  


ফাল্গুন সুরে সুরে বলে
এসো তুমি মোর দলে,
হে কবি, লিখো তুমি কাব্যে ফাল্গুনের-সুর,
সে সুর যেন প্রকৃতিতে রয়ে যায় বহুদূর॥


রচনাকাল: সকাল ৮:৩০ মিনিট;
১ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ।