শুকনো পাতার মর্মর ধ্বনি ভেসে আসে মোর কানে
ছুটে যায় সে মন স্মৃতি বিজরিত অতীতের পানে।
“ব্যথা ভরা জীবন হয়েছে এখন
ডাকছ অতীত, ফেলে এসেছি কেন তখন?”


বর্ষার বর্ষণে ছেঁপে যায় কূল
নৌকার পালে, জেলের জালে
পড়ছে মনে অতীতের ভুল।
এটিই যেন মোর আনন্দ ধারা,
অতীতেই পেয়েছিলুম জীবনের সাড়া।


নীল আকাশে উড়ে বেড়ায় সাদা সাদা মেঘ
ফেলে আসা অতীতে মোর ছিল আনন্দ-আবেগ।
কোটি কোটি তারার মেলা ঐ আকাশের গায়
অতীতের তারাগুলি মোরে ডাকে আয়রে আয়।


ভাস্করের আলোয় সোনালী ধানে আছে অতীতের সুখ
মনে পড়ে অতীতের কথা কলসী কাঁকে বধুর মুখ।
“রাঙা আদুল ভিজে পায় নদীর পান যায়
শিহরণের কাশফুলের স্নিগ্ধ ছোঁয়ায়,
যেন স্বপ্ন বুননের নতুন মহুয়ায়।”


বাউলের সেই আ-মরি বাংলা ভাষা
কণ্ঠ যেন তার মধুই ঠাসা,
ভাটিয়ালী-ভাওয়াইয়া,লালন-মোর্শেদী সুরের গান
জুরিয়ে যায় মোর আকুল এই প্রাণ।


ফেলে আসা দিনগুলিতে যেতে কার না ইচ্ছে করে?
যেতে আর পারব না,তবুও বারবার মনে পড়ে।
গোধুলী লগ্নের সেই ঘরে ফেরা পথিক
কাব্যে লিখছি মোর ফেলে আসা অতীত।