আজ আমি অনুতপ্ত করতে পারিনি গুরুর সম্মান
সব জায়গায় দেখছি আমি গুরুর অপমান
গুরুর তরে জানাও সালাম থাকতে বিশ্বে
আজ কেন গুরুকে অপমান করে শিষ্য হাসছে ?


আজিকে এ আমি কোথায় এসে পড়েছি?
বাদশা আলমগীর তোমার খোঁজ করছি।
গুরুর সম্মান কিভাবে দিতে হয় খোশ-উচ্ছ্বাসে?
তুমি শিশু পুত্রকে শিখিয়েছো তা বিনয়ের সাথে।


আজ নাকি শিষ্য গুরুর চেয়ে বেশি বুঝে?
তাই শিষ্য সম্মান না করে গুরুর দোষ খোঁজে।
অদম শিষ্য তুমি, করো না গুরুর সম্মান!
গুরুর প্রতিটি বয়ান থাকে যে অম্লাণ।

তুমি কিভাবে বিশ্বাস করো? তুমি গুরু হলে তোমার শিষ্য
তোমাকে মর্যাদার আসনে করবে প্রতিষ্ঠিত করে আকৃষ্ট।
তুমি যেমনটি করেছো তোমার গুরুর তরে-
তেমনটি হতে পারে তোমার সাথে তোমার শিষ্যের পরে।


যে তোমাকে শিখিয়েছে একটি মাত্র অক্ষর অল্প সময় ধরে
সেও তো গুরু! তাকে করো না অসম্মান তোমার জীবনের তরে
তুমি যদি তোমার গুরুকে দিতে পারো কিছু প্রকৃত সম্মানে,
আল্লাহ তোমাকে করবে সম্মানিত গুরুর সম্মানের প্রতিদানে।