হাজারো বেলা শেষে
তোমার জন্য আনি নি আমি একরাশ ফুল।
নিয়ে এসেছি আমি এক টুকরো শান্তির চিরকুট।
চিরকুটটি ফেলে দিয়ে বিছানায় মুখ বুজে কাঁদতে।
অশ্রুটুকু মুছে দিয়ে বলি- আর অভিমান করো নাতো!
এ শান্তিটুকু কোথায় পাবে?
যাকে কিনে এনেছি জীবনের দামে।
হাজারো বেলা শেষে।