বর্ষণ মুখর রাতে
ঝিঁঝিঁ পোকার ডাক,
ছুটে আসে সকল স্মৃতি
যে যেখানেই থাক।
জোনাকিরা বাশবাগানে
আলোর প্রদীপ জ্বেলে,
সকল মমতা তারা
দেয় যে ঢেলে।
চাঁদের আলো উঁকি দেয়
মনের বারান্দায়,
নিঝুম রাতের তারাগুলি
ডাকে আয়রে আয়।
স্মৃতিতে মনে পড়ে
সকল সঙ্গীত,
ফিরে যেন পাই সব
হারানো অতীত।


রচনাকাল: ২৮/০৭/২০১৮ ইং