আমার এই মনটা-
উড়ে উড়ে যায়,
সেথায় গিয়ে ধরে আবদার,
মন যেথায় চায়।
আমার এই মনটা
উড়ে উড়ে যায়।


শৈশবে সব স্মৃতিপট
মনে পড়ে যায়,
যেন ঘুড়ি উড়াই,
দৌঁড়ে বেড়াই,
স্বপ্ন দেখি তাই,
আমার এই মনটা
উড়ে উড়ে যায়।


বাবার হাতে আঙ্গুল
আবারও ধরতে চাই,
গুটিগুটি পায়ে আমি,
বাবার সাথে,
হাটতে শুধুই চাই,
আমার এই মনটা
উড়ে উড়ে যায়।


মায়ের যত বকুনি
আবারও খেতে চাই,
দুষ্টুমির ছলেও আবারও
মায়ের আঁচল চাই।


শৈশবের স্মৃতি ছিল
কতই না মধুর,
কেটে যেত সময়,
কেটে যেত ভোর।


শৈশবে স্মৃতিপট যেন
আবারও ফিরে পাই,
তাই তো আমি,
শৈশবে আবারও
ফিরে যেতে চাই।


আমার এই মনটা-
উড়ে উড়ে যায়,
সেথায় গিয়ে ধরে আবদার,
মন যেথায় চায়।
আমার এই মনটা
উড়ে উড়ে যায়।