আমি মনীষীদের জীবনী পড়েছি,
কিন্তু, তাদের মধ্যে-
কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারে নি
তাতে কি? তাঁরা নক্ষত্রের মতো উজ্জ্বল ছিল।
যেমন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ),
যিনি শিক্ষা অর্জন করেছেন কুরআন থেকে।
তাঁর ছিল না কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা;
তবে তিনি ছিলেন প্রকৃত শিক্ষক,ইসলামের পথপ্রদর্শক।
আবার কেউ বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পৌঁছতে পারে নি
কিন্তু তাঁরা প্রকৃতি থেকে শিক্ষা অর্জন করত,
মানব কল্যাণে জ্ঞান বিতরণ করত,
যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর-
তবে তাদের রচিত গল্প, সাহিত্য;
বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছে-
অনুপম দৃষ্টির সৃষ্টিশীলতার আখরেই।
যদিও সক্রেটিস অশিক্ষিত ছিলেন,
তবুও তিনি ছিলেন দর্শনের জনক, নীতির শিক্ষক।
পথচারীকে সুশিক্ষা দান করতেন;
যার ফলশ্রুতি হেমলক বিষক্রিয়া।
শিক্ষা যদিও জ্ঞান বৃদ্ধি করে থাকে,
তবে জ্ঞান অর্জন শুধুমাত্র শিক্ষার অংশ নয়।
আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা মনীষীদের মতো।


রচনাকাল: ১২/০৭/২০১৬ ইং


https://www.poemhunter.com/poem/in-my-views-biographies-of-scholars/