বিখ্যাত কুরাইশ বংশে জন্ম যার
দ্বাদশ রবিউল আউয়ালে জন্ম তাঁর
তিনিই মুহাম্মদ(সাঃ), ইসলামের সরদার।
মুহাম্মদ(সাঃ) ছিলেন আরবের আলোর ফুল
তাঁর আগমনে দূর হলো অজ্ঞতার গন্ডগোল।
আল-আমিন(বিশ্বাসী) নাম যার,
ইসলাম প্রচারেই হয় কাফেরদের হার।
মুহাম্মদ(সাঃ) ছিলেন সিরাজাম মুনিরা
নেই ভেদাভেদে গরীব আর ধনীরা।
তাঁর আবির্ভাবে অবতীর্ণ হলো আল্লাহর কালাম
মুহাম্মদ(সাঃ) বলেছিলেন-“মানুষ মানুষের নয়
                                 আল্লাহর  গোলাম।”
সত্যের অনুসন্ধানে আবির্ভূত হয় মহাসত্যের পয়গাম।
শ্রেষ্ঠ মানব মুহাম্মদ(সাঃ) ছিলেন সত্যের উজ্জল দিশারী
তিনিই ছিলেন আরব ভূমির ন্যায়ের জোয়ারী।
শত অত্যাচারে রক্তে রঞ্জতি দেহ তাঁর
ত্যাগের মূর্ত প্রতীক করেন ইসলাম প্রচার।
যিনি সৃষ্টি না হল সকল কিছু সৃষ্টি হত না আর
গ্রহ-নক্ষত্র সাক্ষী রাখলাম-
তুমি মুহাম্মদ(সাঃ) ইসলামের সরদার।