জীবনে চলার পথে থাকবেই শত ঘাত-প্রতিঘাত
তাই বলে কি থেমে যাব? যদি থাকে শত সংঘাত।
থেমে থাকার নাম তো জীবন নয়! এ যেন সংশয়!
দূর্গম পথে চলার সংগ্রামী মনোভাবই তো জীবন হয়
আমার এই জীবনটাও তার ব্যতিক্রম কিছু নয়।
জীবনে বেড়ে ওঠা প্রতিটি মুহূর্তে আমি সংগ্রাম করেছি-
আমি পেরেছি! কখনো বা আবার হেরেও গিয়েছি।
তবুও আমি সংগ্রাম থামাইনি,
হেরে যাবার জন্য তো আমি হাল ধরেনি!
আমি হাল ধরেছি তাদের জন্য যারা ছিল কতিপয়
হালের দড়ি টেনে ধরে রুখতে চেয়েছিল মোর জয়,
জানি আমি এ থেকে বেরিয়ে আসতে পারি শীঘ্রই।
আত্মবিশ্বাসে আমি অবিচল! কাটিয়েছি সব সংশয়।