"এইডা কি কইলা ভাই?
আমার জন্য এল্লানিও নাই!
জানি কিছুই পামু না,
শুধু শুধু আর কাঁনমো না।"


"কি কইলি? আমরা তোরে কিছু দেই না!
জমি তো ভাগ হবই, কিছু ছাড়ন দিমু না।
পাই পাই হিসাব লমু,
দেখমু কেডা কি কই? পরে মুখ ফুটামু।"


"তুমি কি কও মিঞা ভাই?
সংসারে এমন তো! আগে দেখি নাই।
সুখের সংসার ছিল আমাগো,
জমি ভাগের জন্য এইডা হইল তো।"


"আর কতা কইস না ছোড!
দেখি কি কতা কয় বড?
যদি দেখি হিসাবে হেরফের,
কইরালামু এসপার ওসপার।"


"তোমরা যা বুঝ, তাই কইরো
শুধু আমারে, এল্লানি হিসাবে ধইরো।
জমি ভাগ তো কিছু না,
এল্লানি কতা কই মিঞা ভাই-
ভাইয়ে ভাইয়ে শত্রু হইয়ো না তাই।"
*********************
শব্দার্থ:  
এল্লানি = একটু
আঞ্চলিক ভাষা=জামালপুর।
*********************


রচনাকাল: ০৩/০৭/২০১৮ ইং