তব মম ঘোরে পেয়েছি যত বেদনা!
তবুও মোরে (উচু শিরে) করে যাতনা;-
মৃদু দেহে কত যে মন-পীড়া-দহন!
কিরূপে বাঁধি এ গৃহ জনমে বহন?
নির্বাক হয়ে ভেবেছি মম অসহায়-
নিজেকে সপেছি সম্প্রদানের ছায়ায়।
তবুও যেন কৃপার না পেয়ে সাক্ষাৎ;–
সতত সে করেছে অমৃত বারিপাত।


ধরণীতে সে যেন ছড়িয়েছে কিরণ
অরণ্যরাজি দুলছে লয়ে সমীরণ,
জননীর তরে ভূমিতে সবুজ ধারা-
মুকুলে সেজেছে যেন দেহখানি গড়া!
বিচিত্র সৌন্দর্য সমাহারে যেন হাসে
পুলকিত দিলে লোহিত-সবুজ ভাসে।


রচনাকাল: ২৩/০৭/২০১৭