কেয়া বনের পাশে আমি বাজাই বাঁশি
কেয়া বনের পাশে নদীতে আমি ভাসি,
কেয়া বনে আছে পাখ-পাখালির ডাক
কেয়া বনেও আছে শুধু শেয়ালের হাঁক।


কেয়া বনের পাশে আছে সবুজ ত্রিপ্রান্তর
কেয়া বনের বাবলা গাছটি ছুঁয়েছে অন্তর,
কেয়া বনের পাশে আছে দিগন্তজোড়া মাঠ
কেয়া বনে স্বর্ণ ফলে ছাপিয়ে নদীর ঘাট।


কেয়া বনের পাশে আছে বিশাল চরণ ভূমি
কেয়া বনের চরণ ভূমি মিশেছে আকাশ চুমি,
কেয়া বনে আমি লিখেছি কত কবিতা,গল্প!
কেয়া বনে মৃদু মলয় বয়ছে অল্প অল্প।


কেয়া বনের পাশে আমার কবিত্বের অবকাশ
কেয়া বনের পাশে যে আমার আপন আবাস,
কেয়া বন যেন প্রকৃতির উপমা তাই-
কেয়া বনে বাজাতে বাঁশি আমি তো ছুটে যাই।


রচনাকাল:১২/০৭/০৮